বিকাশ নম্বরঃ 01718910204
হোয়াটসঅ্যাপ নম্বরঃ 01718910204
### কিভাবে কোর্স কিনবে?
কোর্স কিনতে উপরের বিকাশ নম্বরে সরাসরি কোর্স ফি বিকাশ করা যাবে। টাকা পাঠানোর ফিরতি মেসেজ এর স্ক্রিনশট নিয়ে উপরের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠতে হবে। সাথে অবশ্যই ঐ কোর্সের নাম লিখে পাঠাতে হবে।
প্রয়োজনে উপরের নম্বরে যোগাযোগ করা যাবে।
### কিভাবে প্রবেশ করবে?
প্রথমে মেনু বাটনে (উপরের ডানপাশে মেনু চিহ্নে ) ক্লিক কর। দেখবে sign up এবং login option আসবে। এই ওয়েবসাইট এ তুমি নতুন হলে sign up ক্লিক কর। দেখবে দুটি বক্সে email ও password চাওয়া হয়েছে। তুমি ব্যবহার কর এমন একটি email এবং ঐ email এর password আগত বক্স দুটিতে লিখে sign up কমপ্লিট কর। সঙ্গে সঙ্গে তোমার নামে একটি user account হয়েছে। এসময় একটি নতুন page আসবে। সেখানে তোমার নাম, মোবাইল নম্বর, email ইত্যাদি দিয়ে page টি কমপ্লিট কর। এটা তোমার profile page হিসেবে থাকবে। তুমি চাইলে যেকোনো সময় তথ্য পরিবর্তন করতে পারবে। এসব কাজে তোমার কোনো টাকা খরচ নেই। তোমার profile সম্পন্ন হলে, মেনু বাটনে ক্লিক কর। দেখবে, বাম পাশের নিচের অংশে log out অপশন চালু হয়েছে। তুমি চাইলে এই ওয়েবসাইট এর বিভিন্ন অংশ খুজে দেখতে পারো। তোমার account এর Dashboard এর বিভিন্ন অপশন ক্লিক করে functions গুলো দেখতে পারো। Dashboard এর Category ক্লিক করলে তুমি কোর্স সমন্ধে সব জনতে পারবে। Buy now ক্লিক করে কোর্স কিনতে গেলে payment করা সমস্যা হতে পারে। এজন্য প্রথমে বর্ণিত পদ্ধতিতে সরাসরি টাকা পাঠালে কোর্স চালু হবে। প্রয়োজনে প্রদত্ত নম্বরের মাধ্যমে জেনে নাও।
র নিয়ম ফলো কর-